বাইবেলের অবৈজ্ঞানিক কথা সমূহ! পর্ব-১

 

আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ। 

আজ শুরু করছি খ্রিস্টান ধর্মাবলম্বী দের গ্রন্থ বাইবেলের বৈজ্ঞানিক ভুল সিরিজের প্রথম পর্ব। খ্রিস্টানরা দাবি করে বাইবেল নাকি সৃষ্টিকর্তা বা ঈশ্বর প্রদত্ত ধর্মগ্রন্থ। চলুন দেখি তাদের বাইবেলের কিছু অবৈজ্ঞানিক ও হাস্যকর কথা। 

১। মহাকাশ কি পিলারের ঊপর দাঁড়িয়ে আছে??

"ভূগর্ভস্থ থামগুলি যা আকাশকে ধারন করে সোজা হয়ে দাঁড়িয়ে আছে।"[ Book of Job: 26:11]

কিন্তু বিজ্ঞান বলে, মহাকাশের কোন পিলার নেই মহাকাশ শূন্যে ভাসমান।

তবে মুসলিম দের ধর্মগ্রন্থ আল কুরআন বলছে  সঠিক কথাটিই!  কুরআন বলছে 

" তিনি আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন স্তম্ভ ব্যাতিত "

[ সূরাঃ লুকমান, আয়াতঃ ১০ ]

২। পৃথিবী ধ্বংস হবে কি হবে না??

"মহাবিশ্ব এবং পৃথিবী ধ্বংস হবে, কিন্তু তোমরা (মানুষ) চিরকাল থাকবে।"

[Book of Hebrew: 1:11]


আবার বাইবেলই বলছে


"যুগ যাবে যুগ আসবে, কিন্তু পৃথিবী চিরকাল থাকবে।"

[ Book of Ecclesiastes: 1:4,]

> এখন প্রশ্ন হচ্ছে পৃথিবী কি চীরকাল থাকবে নাকি একদিন ধ্বংস হবে?? কোনটি কে সত্য বলে মেনে নিব??

বিজ্ঞান বলে, পৃথিবী এক দিন ধ্বংস হবে।

আর মুসলিম দের ধর্মগ্রন্থ আল কুরআন বলছে 

" পৃথিবীর সবকিছুই ধ্বংসশীল "

[ সূরাঃ রহমান,আয়াতঃ ২৬ ]


৩। পৃথিবী পিলারের ঊপর দাঁড়িয়ে??


"পৃথিবীর থামগুলো ঈশ্বরের অধীনে"

[First Book of Samuel: 2:8]

>> বিজ্ঞান বলে, পৃথিবী শূন্যে ভাসে আছে, এর কোন পিলার নেই।

যেহেতু প্রথম পর্ব তাই আর বেশি ভুল দেখাচ্ছি না। 

আমাদের উদ্দেশ্য কারো মনে আঘাত দেওয়া নয় বরং আমাদের উদ্দেশ্য হচ্ছে সঠিক তথ্যটা সবার নিকট পৌঁছে দেওয়া। আমরা যে তথ্যগুলো দিয়েছি আপনারা সকলে সেগুলো যাচাই করে দেখবেন। যারা সত্যিটা জেনেও অস্বীকার করেন তাদেরকে সঠিকটা বোঝানোর ক্ষমতা আমাদের নেই! আমরা আপনাদের দাওয়াত দিচ্ছি সত্য ধর্মের গ্রহণ করা না করাটা আপনাদের ব্যাপার।  জীবন তো একটিই তাই এ জীবনটা খেল - তামাশায় মত্ত থেকে কাটিয়ে দিবেন না।  আল্লাহ বলেছেন 

" তিনিই আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কর্মে কে উত্তম "

[ সূরাঃ মূলক,আয়াতঃ ২ ]

এ জীবন একটি পরীক্ষা সুতরাং আজই সত্য দ্বিন তথা সত্য ধর্ম ইসলামের সুশীতল ছায়াতলে আসুন।  ইনশাআল্লাহ মৃত্যুর পর যে অনন্তকালীন জীবন রয়েছে সেখানে আপনি সুখে থাকবেন। 

Post a Comment

Previous Post Next Post